হোম > জীবনধারা > খাবারদাবার

পূজার নিরামিষে খান মুখরোচক পনীর পোলাও

জীবনধারা ডেস্ক

পনীর পোলাও

ঊপকরণ
পোলাও চাঊল ২ কাপ,
গরম জল চার কাপ,

গুঁড়াদুধ ১ টেবিল চামচ,

পনীর স্লাইস ১ কাপ,

গ্রেট করা পনীর আধা কাপ,

আদা কুচি ২ চা-চামচ,

এলাচও ৫ থেকে ৬টি,

দারুচিনি ৩ টুকরা,

লবংগ ৩টি, কাচাঁমরিচ ৪ থেকে ৫টি, কিসমিস এক মুঠো, ঘি ১ কাপ, তেজপাতা ২টি।

প্রণালী

চাল ধুয়ে পানি ঝড়িয়ে রাখতে হবে। পনীর স্লাইস পরিমাণ মতো লবণ মেখে ঘি দিয়ে সঁতে করে নিতে হবে। তারপর প্যানে ঘি দিয়ে তেজপাতা, আদা কুচি দিয়ে একটু ভেজে এলাচি, দারুচিনি, লবংগ দিয়ে ভেজে চাল দিতে হবে। লবণ দিয়ে একটু ভেজে গরম জল দিতে হবে। ঢাকনা দিয়ে রেখে পানি ও চাল সমপরিমান হলে গুঁড়াদুধ ২ চামচ পানিতে গুলিয়ে দিতে হবে। কাচাঁমরিচ দিয়ে আরও কিছুক্ষণ কম আঁচে ঢেকে কিসমিস ও চিনি দিয়ে নেড়ে পনীর স্লাইস ও গ্রেট করা পনীর দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈর পনীর পোলাও।

উপকারিতা জেনে বৈশাখে পান্তা খান

ছুটির মুডে ঘরেই বানান ভিনদেশের পানীয়

বিশ্বের বিভিন্ন দেশে ঈদের খাবার

সেমাইয়ের ভালোমন্দ

ঈদে রাঁধতে পারেন বিফ স্টু

সেমাইয়ের দুটি ভিন্ন পদ

ঈদের তিন বেলায় তিন মজার পদ

বেরেস্তা বাটা দিয়ে খাসির মাংস ভুনা

ঈদে গরুর মাংসের ভিন্ন পদ

মুসলিম বিশ্বে চায়ের ঐতিহ্য, নানা দেশে নানা পদ