নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদত্যাগ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল অফিসে জমা দেন তাঁরা। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গতকাল পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন। আর মঙ্গলবার পদত্যাগ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন অ্যাটর্নি জেনারেল কার্যালয়সহ সারা দেশের রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানান। সেই সঙ্গে গত ১৬ বছর যারা আদালতে বসে রাজনীতি করেছেন তাদেরকেও এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বলেন।