নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
সফরের শুরুতে, ৭ এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ সামরিক প্রশিক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়।
৮ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে বৈঠক করেন। এতে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা ও বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ নিয়ে বৈঠক করেন। এ ছাড়া রোসটেক ও রোসোবোরন এক্সপোর্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।
পরবর্তী পর্যায়ে, ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিরক্ষা শিল্প গঠনে সম্ভাবনা, সামরিক মহড়ার আয়োজন এবং প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির দিকগুলোতে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
রাশিয়া সফর শুরু হয়েছিল ৬ এপ্রিল এবং পরে ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া যান।
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।
সফরের শুরুতে, ৭ এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, রাশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা এবং যৌথ সামরিক প্রশিক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়।
৮ এপ্রিল তিনি রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে বৈঠক করেন। এতে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা ও বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ নিয়ে বৈঠক করেন। এ ছাড়া রোসটেক ও রোসোবোরন এক্সপোর্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।
পরবর্তী পর্যায়ে, ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিরক্ষা শিল্প গঠনে সম্ভাবনা, সামরিক মহড়ার আয়োজন এবং প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির দিকগুলোতে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
রাশিয়া সফর শুরু হয়েছিল ৬ এপ্রিল এবং পরে ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া যান।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
৬ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৬ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৬ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৮ ঘণ্টা আগে