চতুর্থ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। নওগাঁর রাণীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রুল জারি করেন।
আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও জাতীয় সংসদের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের অধীনে ২০২২ সালে করা মুক্তিযোদ্ধাদের তালিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন একই বেঞ্চ। একই সঙ্গে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির রুল জারির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে এসব রুল জারি করা হয়।