বিশেষ প্রতিনিধি, ঢাকা
সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার। দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ।
উল্লেখ্য, বর্তমানে ১৫৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বে রয়েছেন। নবনিযুক্তদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা দাঁড়াল ১৯১ জন।