বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পিডিবির এই ভবনের শ্রমিক নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।
বিদ্যুৎ ভবন সূত্র বলেছে, পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির বিদ্যুৎ খাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের খলিলুর রহমান নামের একজনের মাথা ফেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ছাড়া হামলায় একই সংগঠনের আবদুল আলিম তালুকদারও আহত হয়েছেন বলে জানান জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিএনপিপন্থীদের অভিযোগ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন, নুরুল ইসলামসহ তাঁদের অনুসারীরা শ্রমিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা পিডিবি দখল করার চেষ্টা করছে। তারা গত ১৬ বছরের বেশি সময় এই প্রতিষ্ঠানে অবাধ লুটপাট চালিয়েছে। এখন তারা আবার নিজেদের জাতীয়তাবাদী পরিচয় দিয়ে অপকর্ম করার চেষ্টা করছে।’
পিডিবির কর্মচারীরা বলেন, ৫ আগস্টের আগপর্যন্ত আমজাদ হোসেন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন, তাঁর সহযোগী ছিলেন নুরুল ইসলাম। এরপর গত ২০ ফেব্রুয়ারি পিডিবির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসেবে আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নিজেদের নাম ঘোষণা করেন। বিদ্যুৎ খাতে বিএনপির এই সংগঠনের কমিটি রয়েছে।
পিডিবির কর্মচারীরা আরও জানান, কাজী আমজাদ হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি পিডিবির সিভিল ওয়ার্ক শাখার সদস্য হিসেবে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সংগঠনের সদস্য চাঁদা দিয়েছেন। এখন তিনি আবার বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় বেশ কয়েক দিন ধরে পিডিবির দুই ভবনে উত্তেজনা চলছিল।
রাজধানীর আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ নেতাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পিডিবির এই ভবনের শ্রমিক নেতৃত্ব নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্র বলেছে।
বিদ্যুৎ ভবন সূত্র বলেছে, পাল্টাপাল্টি ধাওয়ায় বিএনপির বিদ্যুৎ খাতের শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের খলিলুর রহমান নামের একজনের মাথা ফেটে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এ ছাড়া হামলায় একই সংগঠনের আবদুল আলিম তালুকদারও আহত হয়েছেন বলে জানান জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিএনপিপন্থীদের অভিযোগ, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন, নুরুল ইসলামসহ তাঁদের অনুসারীরা শ্রমিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি আমজাদ হোসেন বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। তারা পিডিবি দখল করার চেষ্টা করছে। তারা গত ১৬ বছরের বেশি সময় এই প্রতিষ্ঠানে অবাধ লুটপাট চালিয়েছে। এখন তারা আবার নিজেদের জাতীয়তাবাদী পরিচয় দিয়ে অপকর্ম করার চেষ্টা করছে।’
পিডিবির কর্মচারীরা বলেন, ৫ আগস্টের আগপর্যন্ত আমজাদ হোসেন আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন, তাঁর সহযোগী ছিলেন নুরুল ইসলাম। এরপর গত ২০ ফেব্রুয়ারি পিডিবির শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি হিসেবে আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম নিজেদের নাম ঘোষণা করেন। বিদ্যুৎ খাতে বিএনপির এই সংগঠনের কমিটি রয়েছে।
পিডিবির কর্মচারীরা আরও জানান, কাজী আমজাদ হোসেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি পিডিবির সিভিল ওয়ার্ক শাখার সদস্য হিসেবে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সংগঠনের সদস্য চাঁদা দিয়েছেন। এখন তিনি আবার বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় বেশ কয়েক দিন ধরে পিডিবির দুই ভবনে উত্তেজনা চলছিল।
গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের চর্চার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁরা (সংস্কার কমিশনের সদস্যরা) গণমাধ্যম, সাংবাদিক ও সাংবাদিকতার সমস্যা চিহ্নিত করে, সেই অনুযায়ী সুপারিশ করার
২ ঘণ্টা আগেডিএনএ ল্যাব স্থাপন, প্রসিকিউশন পুলিশের আবাসন উন্নয়ন, বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত খরচ পরিশোধ, টিএডিএ বিল দ্রুত নিষ্পত্তি এবং গুরুতর অপরাধের বিচার দ্রুততম সময়ে শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন...
৩ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধের বয়ান (ইতিহাস) নিয়ে রাজনীতিকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনীতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য।’
৪ ঘণ্টা আগে২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধনের আবেদন অনিষ্পন্ন ছিল। তার মধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি নিষ্পন্ন করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬ টি, এর মধ্যে
৬ ঘণ্টা আগে