Ajker Patrika
হোম > জাতীয়

নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান আইন উপদেষ্টার 

নিম্ন আদালতের বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ শনিবার দুপুরে ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।

আজ প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে ছাত্র–জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করেন। ওই সময়ে নিম্ন আদালত বিশেষ করে বিভিন্ন জেলা আদালতগুলোতে ঘেরাওয়ের কর্মসূচির কথা গণমাধ্যমে প্রকাশ হয়। ওই মুহূর্তে আইন উপদেষ্টা ফেসবুক লাইভে আসেন।

আইন উপদেষ্টা বলেন, তিনি খবর পেয়েছেন, কিছু এলাকায় নিম্ন আদালত বিশেষ করে জেলার আদালতগুলোতে ঘেরাও হয়েছে। খবর পেয়ে ফেসবুকে কিছু বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করেন।

আইন উপদেষ্টা আরও বলেন, ‘জেলা আদালতসহ নিম্ন আদালতে কোনো ধ্বংসযজ্ঞ বা নাশকতার কাজ কেউ করবেন না। এমনকি ঘেরাও করার কোনো প্রয়োজন নেই।’

উপদেষ্টা  বলেন, ‘আমি যতটুকু জানি, ছাত্র-জনতার পক্ষ থেকে যে প্রত্যাশা ছিল তা হচ্ছে চিফ জাস্টিস ও উচ্চ আদালতের কিছু বিচারকের পদত্যাগের ব্যাপারে। নিম্ন আদালতের ব্যাপারে কোনো কর্মসূচি ছাত্র-জনতার নেই। কিন্তু ভুলক্রমে কেউ হয়তো এই ব্যাপারটি ছড়িয়েছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে নিম্ন আদালতের বিচারকেরা কাজ করে সেবা দিচ্ছেন। অতীতে ভুলভ্রান্তি কিছু জায়গায় হয়েছে। বিচারকেরা আমাকে কথা দিয়েছেন, অতীতের ভুলভ্রান্তি থেকে তাঁরা বেরিয়ে এসেছেন।’

পরে আইন উপদেষ্টা বলেন, ছাত্র–জনতা যেকোনো মূল্যে হোক বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। দেশের আদালতের নিরাপত্তার ব্যবস্থা করবেন।
ছাত্র–জনতার প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘উচ্ছৃঙ্খল জনতাকে বুঝিয়ে আপনারা তাদের শান্ত করবেন।’ সবশেষে বলেন, ‘প্লিজ প্লিজ আপনারা নিম্ন আদালতের কোনো ক্ষতি করবেন না।’

উল্লেখ্য, প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের কিছু বিচারকের পদত্যাগের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্র-জনতা। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। আজ বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে আইন উপদেষ্টা জনগণকে সর্বশেষ খবর জানাচ্ছেন।

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল