নির্বাচন কমিশনের (ইসি) সচিব শফিউল আজিমকে ওএসডি করেছে সরকার। তাঁকে ওএসডি করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সচিব পদে নিয়োগ পাওয়া বেশির ভাগ কর্মকর্তাকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার। কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদগুলো সচিব পদমর্যাদার।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম হুমায়ুন কবীরকে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।