প্রতি বছরের চেয়ে এবার মানুষ বেশি স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার রাজধানীর পুরান ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বড় কোনো অভিযোগ পাইনি। মানুষ শান্তিতে বাড়ি ফিরছেন।’ এ সময় ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ফিরতে পারে, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ যাত্রীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন—নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ঢাকা অঞ্চলসহ নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট এবং আইন-শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।