Ajker Patrika
হোম > জাতীয়

সরকারি চাকরিতে কোটা রাখা নিয়ে কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সরকারি চাকরিতে কোটা রাখা নিয়ে কমিটি গঠন

বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে একটি কমিটি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে আজ মঙ্গলবার ১১ সদস্যের এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

যুগ্ম সচিব পর্যায়ের প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের একজন করে কর্মকর্তাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার উপসচিবকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

সরকারি চাকরিতে নিয়োগে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটার প্রয়োগ পর্যালোচনা করে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের জুলাইয়ে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ২৩ জুলাই সরকারি চাকরিতে মেধায় ৯৩ শতাংশ এবং ৭ শতাংশ কোটায় নিয়োগের নিয়ম রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার।

কোটা পদ্ধতি সংস্কার করে সরকার প্রজ্ঞাপন জারি করলেও পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিটি সরকার পতনের এক দফার আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার গণ-আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সরকার পতনের পর সরকারি চাকরিতে কোটার প্রয়োগ নিয়ে কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। সে জন্য কোটার প্রয়োগ নিয়ে স্পষ্ট মতামত দিতে সরকারি কর্মকর্তাদের নিয়ে এ কমিটি করা হয়েছে।

৭ মহানগরে কখন কোথায় হবে ঈদের জামাত

নির্বিঘ্ন যাত্রায় স্বস্তিতে বাড়ির পানে মানুষ

ভোলা ও চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোববার ঈদ

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

সৌদি আরবে কাল ঈদ

চীন সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি: ড. ইউনূস

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

চট্টগ্রাম–কুনমিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, কমবে চিকিৎসা খরচ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভূমিকম্পের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস