Ajker Patrika
হোম > জাতীয়

নতুন ৭ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন ৭ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাঁর আজকের কর্মসূচিতে জানানো হয়েছে, এই শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। 

নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাতজনের মধ্যে চারজন সংরক্ষিত আসনের সদস্য। তাঁরা হলেন—ঢাকার নাহিদ ইজাহার খান, জয়পুরহাটের রোকেয়া সুলতানা, চট্টগ্রামে ওয়াসিকা আয়শা খান ও টাঙ্গাইলের শামসুন নাহার চাপা। 

এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) মো. নজরুল ইসলাম চৌধুরী ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের শহিদুজ্জামান সরকারকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে।

এর আগে, মন্ত্রিসভায় স্থান পাওয়ার বিষয়ে নাহিদ ইজাহার আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাকে ফোন দিয়েছিল। আমাকে ঢাকায় থাকতে বলেছে। আজ শুক্রবার সকালে তারা আবার আমাকে ফোন দেবে বলে জানিয়েছে।’ 

নাহিদ ইজাহার খান প্রয়াত কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে। গত বছর তাঁর বাবাকে হত্যার অভিযোগে ঢাকা মহানগরের শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওই মামলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়। 

নজরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ফোন পেয়েছি। তারা আমাকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে।’ 

৩৭ সদস্যের বর্তমান মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী আছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন। কোনো উপমন্ত্রী নেই। মন্ত্রণালয়গুলোর মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে বর্তমানে আলাদা মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই। কয়েকটি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী থাকলেও পূর্ণ মন্ত্রী নেই। কোনো কোনোটিতে আবার পূর্ণ মন্ত্রী থাকলেও প্রতিমন্ত্রী নেই।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেয়। সেদিন প্রধানমন্ত্রীসহ ৩৭ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। ১ মাস ২০ দিন পর মন্ত্রিসভার আকার বাড়তে যাচ্ছে। সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন গত বুধবার।

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল