Ajker Patrika
হোম > জাতীয়

ইসি কর্মকর্তাদের রদবদল শুরু

অনলাইন ডেস্ক

ইসি কর্মকর্তাদের রদবদল শুরু
ফাইল ছবি

এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের রদবদল ও পদায়ন শুরু হয়েছে। আজ রোববার ইসির সাতজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে ইসি সচিবালয়ের উপসচিব; মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা; কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনকে মুন্সিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা; ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (বাজেট, হিসাব ও সাধারণ সেবা); সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।

এ ছাড়া সম্প্রতি আলাদা আলাদা প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) আসমা দিলারা জান্নাতকে একই অনুবিভাগের উপপরিচালক (তথ্য অনুসন্ধান); ইসি সচিবালয়ের সহকারী সচিব হাবিবা আখতারকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ);

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার