এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের রদবদল ও পদায়ন শুরু হয়েছে। আজ রোববার ইসির সাতজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হককে ইসি সচিবালয়ের উপসচিব; মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদকে চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা; কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনকে মুন্সিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা; ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামকে রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইস্তাফিজুল হক আকন্দকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (বাজেট, হিসাব ও সাধারণ সেবা); সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ শুকুর মাহমুদকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা করা হয়েছে।
এ ছাড়া সম্প্রতি আলাদা আলাদা প্রজ্ঞাপনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) আসমা দিলারা জান্নাতকে একই অনুবিভাগের উপপরিচালক (তথ্য অনুসন্ধান); ইসি সচিবালয়ের সহকারী সচিব হাবিবা আখতারকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশিক্ষণ);
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়াকে জাতীয় পরিচয়পত্র সেবার উপপরিচালক; জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামকে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।