নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), ৫০ জন পুলিশ সুপার এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি, বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে একই শাখার অতিরিক্ত আইজিপি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার পদের কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দপ্তর পরিবর্তন করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ২৪ কর্মকর্তাকে দপ্তর বদল করা হয়েছে।