Ajker Patrika
হোম > জাতীয়

শিশু অধিকার নিশ্চিতে অধিদপ্তরের প্রস্তাব

অনলাইন ডেস্ক

শিশু অধিকার নিশ্চিতে অধিদপ্তরের প্রস্তাব
ছবি: সংগৃহীত

শিশু অধিকার নিশ্চিতের জন্য পৃথক একটি অধিদপ্তরের প্রস্তাব দিয়েছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ছয়টি শীর্ষস্থানীয় সংস্থা। শিশুকেন্দ্রিক এসব আন্তর্জাতিক বেসরকারি সংস্থা জয়েনিং ফোর্সেস বাংলাদেশ নামে পরিচিত। সংস্থাগুলো হলো এডুকো বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, তেরে দেস হোমস ফেডারেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজ বাংলাদেশ।

রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত ‘বাংলাদেশে শিশু অধিকার: আমরা যেখানে আছি’ শীর্ষক প্রতিবেদন উন্মোচন অনুষ্ঠানে প্রস্তাবটি আসে।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ১৮তম জন্মদিনের আগে বিয়ে হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ মেয়ের। ১৫ বছর বয়সের আগে বিয়ে হয়েছে ৮ দশমিক ২ শতাংশের। পরিস্থিতির উন্নতির জন্য আইন প্রণয়ন, পর্যাপ্ত বাজেট বরাদ্দসহ আইন, নীতি ও কৌশলগুলোর যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা এবং মনিটরিং জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু একাডেমির মহাপরিচালক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শিশু ও সমন্বয় উইং) তানিয়া খান। স্বাগত বক্তব্য দেন এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ড. এনামুল হক। প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণার টিম লিডার কামরুন্নেসা নাজলি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের হেড অব হিউম্যানিট্যারিয়ান রেসপন্স সুমি আক্তার শিউলি, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডিরেক্টর (চাইল্ড প্রোটেকশন অ্যান্ড চাইল্ড রাইটস গভর্ন্যান্স) আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

গুমের দায় ব্যক্তির, বাহিনীর নয়: কমিশন

কর্মিসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

১৭৫২টি গুমের অভিযোগ জমা পড়েছে: কমিশনের সভাপতি

পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে: গুম কমিশন

ভারতের কারাগারে বন্দী ১০৬৭ বাংলাদেশির তালিকা পাওয়া গেছে: গুম সংক্রান্ত কমিশন

মশার দাপটে অসহায় জনজীবন

অরক্ষিত মহাসড়ক, কমেছে রাতের বাসের যাত্রী

ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন: ইইউকে ইউনূস

বেওয়ারিশ লাশ যেন আর না থাকে: প্রধান উপদেষ্টা