তুরস্কের সাবেক তিন সংসদ সদস্যসহ পাঁচ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। পাঁচজন প্রতিনিধির মধ্যে তিনজন তুরস্কের সাবেক সংসদ সদস্য, একজন আইনজীবী এবং একজন তুরস্কের দূতাবাসের প্রতিনিধি।’
তিনি বলেন, ‘প্রতিনিধি দলটি ইতিমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা আগামী দিনের জন্য কি ভাবছি, আমরা কি করতে পারি, দু’দেশের মধ্যে নির্বাচনী যে বিষয়াদি আছে, তা নিয়ে একটি সাধারণ অভিজ্ঞতা বিনিময় এবং নির্বাচন ব্যবস্থাকে উন্নত করার জন্য পরস্পর পরস্পরকে কীভাবে সহযোগিতা করতে পারি, কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া যায় এ বিষয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি সুন্দর নির্বাচনের জন্য তাঁরা পরামর্শমূলক সহায়তার আশ্বাস দিয়েছেন। তাঁদের নির্বাচনী ব্যবস্থা কীভাবে এত সুন্দর হল, আমরা জানতে চেয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি তাঁরা উত্তর দিয়েছেন। দুই দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোন পার্থক্য থেকে থাকলে এগুলোকে চিহ্নিত করে কীভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাকে উন্নত করা যায় এবং সর্বোপরি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যা কিছু করার দরকার এ বিষয়ে তাঁদের মতামত জানতে চাওয়া হয়েছে।’
অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, এই দলটি কোন সরকারি প্রতিনিধি দল নয়। তাঁরা মূলত, নির্বাচন এবং মানবাধিকারের ওপর কাজ করে।