অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে দেশের উত্তর–পূর্বাঞ্চলের সুরমা–কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরি ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।
এতে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে বন্যাকবলিত জেলাগুলোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাঁদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান করে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে পানি উন্নয়ন বোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নং: ০১৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮, ০১৬৭৪৩৫৬২০৮ এবং ই–মেইল ffwcbwdb@gmail. com, ffwc 05 @yahoo. com প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যেতে।
বন্যা সংক্রান্ত তথ্যের জন্য পাউবো ঢাকার নির্বাহী প্রকৌশলী (বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র) সরদার উদয় রায়হানকে বন্যা পূর্বাভাস কেন্দ্রের ফোকাল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাঁর সঙ্গে ০১৩১৮২৩৪৯৬২–এই নম্বরে যোগাযোগ করা যাবে।