হোম > জাতীয়

করোনায় আরও ৬ মৃত্যু, ঢাকাসহ মৃত্যুহীন ৪ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৬ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যেখানে গতকাল ৫ জনের মৃত্যু এবং ২৮৯ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 

জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। গত ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩৩টি সক্রিয় ল্যাবে ১৯ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা করলে ২৭৬ টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে রোগী শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। 

যেখানে গতকাল ৮৩৩টি সক্রিয় ল্যাবে ২০ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা করলে ২৮৯টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ। 

গত এক দিনে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে চারজন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন জন করে দুইজন মারা গেছেন। ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কারও মৃত্যু হয়নি। 

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬ জনের মধ্যে সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে নারী ১ জন এবং পুরুষ ৫ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৪৪০ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৩৪ জন করোনা রোগীর। 

আ.লীগের নেতারা পুলিশের নজরে

ঋণখেলাপি হলেই বাতিল হবে সংসদ সদস্য পদ

ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

নির্বাচন ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে, প্রেস উইংয়ের বিবৃতি সংশোধন

রাজধানীতে চৈত্রসংক্রান্তির আয়োজনে যা যা থাকছে

ভারত থেকে ৩৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

১২০ টন ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছাল নৌবাহিনীর জাহাজ

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার: বিবৃতি

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মার্চে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪: রোড সেফটি ফাউন্ডেশন