হোম > জাতীয়

ঈদের দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা সদস্যদের খাবারের জন্য দুই কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের দিন চার বাহিনী পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্ট গার্ডের দায়িত্বপালনকারী সদস্যরা এক বেলা উন্নত খাবারের জন্য সরকারের তহবিল থেকে ২ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের উন্নত খাবার পরিবেশনের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে টহল, চেকপোস্ট ও যৌথ অপারেশনের দায়িত্বপালনকারী এই উন্নত খাবার পাবেন।

এ জন্য পুলিশকে দেওয়া হয়েছে ১ কোটি, বিজিবিকে ৪০ লাখ, আনসার ও ভিডিপিকে ৬০ লাখ এবং কোস্ট গার্ডকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করা যাবে না। সব প্রকার ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রচলিত সব আর্থিক বিধি–বিধান অনুসরণ করতে হবে। হিসাব যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ৩০ মার্চের মধ্যে এই অর্থ সমর্পণ করতে হবে।

আ.লীগের নেতারা পুলিশের নজরে

ঋণখেলাপি হলেই বাতিল হবে সংসদ সদস্য পদ

ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

নির্বাচন ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে, প্রেস উইংয়ের বিবৃতি সংশোধন

রাজধানীতে চৈত্রসংক্রান্তির আয়োজনে যা যা থাকছে

ভারত থেকে ৩৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

১২০ টন ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছাল নৌবাহিনীর জাহাজ

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার: বিবৃতি

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মার্চে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪: রোড সেফটি ফাউন্ডেশন