হোম > জাতীয়

ছয় বছরের শিশু ও গর্ভবতী নারীও গুমের শিকার হয়: কমিশনের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রীয় গুমের নজিরবিহীন দৃষ্টান্ত। ছবি: আজকের পত্রিকা

শেখ হাসিনার শাসনামলে ছয় বছরের শিশু, গর্ভবতী নারীও গুমের শিকার হন। তাঁদের নির্জন বন্দিশালায় রেখে নির্যাতনও করা হয়। অন্তর্বর্তী সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন গুমসংক্রান্ত কমিশনের সদস্যরা। গুমের বিভিন্ন দিক নিয়ে এবং কমিশনের কাজের অগ্রগতি জানানোর সময় গুমের শিকার ভুক্তভোগীদের ওপর প্রভাব নিয়ে আলোচনা হয়।

কমিশন অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন দিয়েছে, সেখানেও নারী ও শিশু গুমের বিষয়টি উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, কমিশন পুরুষ ভুক্তভোগীদের তুলনায় নারীদের গুমের ঘটনা অনেক কম শনাক্ত করেছে। এর কারণ হলো, গুমের শিকার হওয়া পুরুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া অনেক নারী ভুক্তভোগী সামাজিক লজ্জার কারণে সামনে আসতে দ্বিধা করেন। তবু কয়েকজন সাহসী নারী তাঁদের অভিজ্ঞতা কমিশনের সঙ্গে শেয়ার করেছেন। তাঁদের অপহরণ, বন্দী অবস্থায় নির্যাতন এবং আইনি ব্যবস্থায় নিযুক্ত হওয়ার অভিজ্ঞতা অনেকাংশে পুরুষ ভুক্তভোগীদের মতোই।

প্রতিবেদনে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে, নারীকে টার্গেট করা হয়েছে তাঁদের পুরুষ আত্মীয়ের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে। এই পুরুষেরা অপরাধমূলক কর্মকাণ্ড; বিশেষত সন্ত্রাসবাদ-সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ছিলেন। যদিও এই সন্দেহগুলো বাস্তব প্রমাণের ভিত্তিতে ছিল, নাকি মিথ্যা অভিযোগ, তা অস্পষ্ট।

নারী ভুক্তভোগী ও শিশুদের একসঙ্গে গুমের বেশ কয়েকটি প্রমাণিত ঘটনা কমিশনের নজরে এসেছে। এক গর্ভবতী নারী, যিনি তাঁর ৩ বছর ও ১৮ মাস বয়সী শিশুকে নিয়ে এক মাস বন্দী ছিলেন। পুরুষ কর্মকর্তা দ্বারা মারধরের শিকার হওয়ার ঘটনা বর্ণনা করেছেন তিনি। এক শিশুর সাক্ষাৎকারে জানা যায়, তাঁর বয়স তখন ছয় বছর। তাঁকে ও তাঁর মাকে একটি কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে বন্দী রাখা হয়েছিল।

এই ধরনের গুমের ঘটনা ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত বলে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

নথিতে কাজ সমাপ্ত, প্রতিবেদন জমা না দেওয়ায় শোকজ

মেনিনজাইটিসের টিকা নিতে হবে সৌদি যেতে

ভাতা নয়, সঞ্চয়পত্র কিনে দিচ্ছে সরকার

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

অস্ত্র মামলায় সাজা থেকে গিয়াস আল মামুনকে খালাস দিলেন হাইকোর্ট

জুলাই অভ্যুত্থানে আহতদের তথ্য নিতে হাসপাতালে যাবে ইসি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ফের বাড়ল

জুলাই অভ্যুত্থানে আহতদের চাকরির ব্যবস্থা হচ্ছে, সিভি আহ্বান

সাঁজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান

ইয়াবা কারও নিয়ন্ত্রণে নেই, সর্বত্র ছড়িয়ে গেছে: মাদকের অতিরিক্ত ডিজি

সেকশন