বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের এক বৈঠক আগামী ৩ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামী সপ্তাহের শুরুতেই বেইজিং যাচ্ছেন।
আজ রোববার ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্রসচিব বলেন, ‘পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনার জন্য সামনের মাসে বেইজিং যাচ্ছি।’
চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর নিয়ে কথা হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনা হবে। তারিখ নিয়ে আলোচনা করব।’
দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে একটি আন্তমন্ত্রণালয় সভা করেছে। সবকিছু ঠিকঠাক করতে আরও কয়েকটি এমন সভা হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রসচিব।