Ajker Patrika

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৬: ৪৩
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে সংস্থার খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। এ ছাড়া উষার বিরুদ্ধে আরেকটি মামলা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নারায়ণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ড ও তথ্যাদি পর্যালোচনায় নারায়ণের নামে ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর ও ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। এ সময় তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা।

এই ব্যয় ছাড়া সম্পদ অর্জনের জন্য নিট আয়/সঞ্চয় পাওয়া যায় ১ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। সে মোতাবেক নারায়ণের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা। এই সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে নারায়ণের স্ত্রী উষার বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, খই-মুড়ির মতো বোমা ফুটছে জাজিরায়

অটোতে ফেলে যাওয়া ১৮ ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন কলেজছাত্র

পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত