Ajker Patrika
হোম > জাতীয়

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৪ জনের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৪ জনের নামে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে ১৬টি শূন্য পদের বিপরীতে ২০ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ চারজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন—বিশ্ববিদ্যালয়টির সেকশন অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ কমিটির সদস্য অধ্যাপক ড. মোশারফ আলী, অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান ও সেকশন অফিসার শারমিন চৌধুরী।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানানো হয়েছে। গত ৯ জানুয়ারি নিয়োগ বাণিজ্যে অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালে ২০ সেপ্টেম্বর প্রশাসনিক কর্মকর্তা, সেকশন অফিসারের ১৬টি পদসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ১৬টি শূন্য পদের স্থলে আসামি শারমিন চৌধুরীসহ ২০ জনকে প্রশাসনিক কর্মকর্তা–সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, ১৬ পদের বিপরীতে ৮৭০ জন আবেদনকারীর ডাটা শিটে তৎকালীন উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিনের স্বাক্ষর পাওয়া যায়। ডাটা শিট পর্যালোচনা করে দেখা যায় যে, ওই তালিকায় আসামি শারমিন চৌধুরীর নাম নেই। তা ছাড়া নিয়োগ কমিটির সুপারিশে তালিকার ৮৭৩ নম্বর ক্রমিকের শারমিন চৌধুরীকে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও বাস্তবে ৮৭৩ নম্বর ক্রমিক ডাটা শিটে নেই। অর্থাৎ আবেদন, তথা তালিকায় না থাকার পরও জাল-জালিয়াতিপূর্ণভাবে তাঁকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ছিল, প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় শারমিন চৌধুরীর জন্ম ১৯৮৫ সালের ২০ জুন। অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে তাঁর বয়স ৩৩ বছর ৩ মাস ছিল।

দুদক জানায়, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আসামি শারমিন চৌধুরী বয়স ৩২ বছরের স্থলে ৩৩ বছর ৩ মাস থাকার পরও বেআইনিভাবে নিয়োগ, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৬টি শূন্য পদের স্থলে ২০ জনকে নিয়োগ ও ডাটা শিটে নাম না থাকার পরও নিয়োগ দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।

আ.লীগের নেতারা পুলিশের নজরে

ঋণখেলাপি হলেই বাতিল হবে সংসদ সদস্য পদ

ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

নির্বাচন ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে, প্রেস উইংয়ের বিবৃতি সংশোধন

রাজধানীতে চৈত্রসংক্রান্তির আয়োজনে যা যা থাকছে

ভারত থেকে ৩৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

১২০ টন ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছাল নৌবাহিনীর জাহাজ

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার: বিবৃতি

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মার্চে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪: রোড সেফটি ফাউন্ডেশন