হোম > জাতীয়

বিএসএফের সঙ্গে বৈঠকে এবারের টোনটা হবে আলাদা: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বুধবার বিজিবির ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে ‘অসম চুক্তি’ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার বিজিবির ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবাদলের পর প্রথবারের মতো অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশের দিক থেকে ‘টোন’ আগের চেয়ে আলাদা হবে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিগত সময়ের চেয়ে এবারের বৈঠকে কী পার্থক্য থাকছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এবারের টোনটা আলাদা হবে।’ তবে ‘আলাদা টোন’ বলতে তিনি কি বুঝাতে চাইলেন সে বিষয়টি খোলাসা করেননি তিনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যে গত বছর নভেম্বরে নির্ধারিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক বৈঠক হয়নি। পরে দুপক্ষের সম্মতির ভিত্তিতে তা ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়। গত ২৮ ডিসেম্বর বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০২৪ সালের নভেম্বরে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

আ.লীগের নেতারা পুলিশের নজরে

ঋণখেলাপি হলেই বাতিল হবে সংসদ সদস্য পদ

ফুল ভাসিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

নির্বাচন ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে, প্রেস উইংয়ের বিবৃতি সংশোধন

রাজধানীতে চৈত্রসংক্রান্তির আয়োজনে যা যা থাকছে

ভারত থেকে ৩৬ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

১২০ টন ত্রাণসামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে পৌঁছাল নৌবাহিনীর জাহাজ

ডিসেম্বরেই জাতীয় নির্বাচন, দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার: বিবৃতি

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

মার্চে ৫৮৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৬০৪: রোড সেফটি ফাউন্ডেশন