Ajker Patrika
হোম > জাতীয়

আগরতলায় হামলার জেরে এখনো সীমান্তে উত্তাপ

আজকের পত্রিকা ডেস্ক­

আগরতলায় হামলার জেরে এখনো সীমান্তে উত্তাপ
ফাইল ছবি

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়িয়েছে, তা এখনো কমছে না। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে লাগোয়া সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা ও এক তরুণকে নির্যাতন এবং আগরতলায় এক বাংলাদেশিকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

এদিকে আগরতলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে প্রতিবাদ অব্যাহত রয়েছে। সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গতকালও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার আশরাফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সীমান্তের ওপারে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিজিবি বলছে, তিনি কাঠ আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, আশরাফের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভাটরাই গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আশরাফ প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে কাঠ কেটে নিয়ে আসেন। গত মঙ্গলবার সকালেও তিনি কাঠ আনতে ওপারে যান। কিন্তু এ দিন সন্ধ্যা পেরিয়ে রাতেও আর বাড়ি ফেরেননি তিনি। পরে গতকাল তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বিকেলে দুই দেশের পুলিশের উপস্থিতিতে লাশ আনা হয়। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আশরাফ উদ্দিনের ছেলে জিয়াউর মিয়া বলেন, বাবার হাতে দেখেছি গুলির চিহ্ন। হাতের চামড়াও উঠে গেছে। পাশেই ছিল লাকড়ির আঁটি।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, প্রাথমিক তথ্যমতে, ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী লাশ হস্তান্তর করা হয়েছে।

সীমান্তে যুবককে নির্যাতন

এদিকে ফেনীর পরশুরামে কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন (২০) নামের এক তরুণকে ধরে নিয়ে বিএসএফ মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। পরশুরামের পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে গতকাল ভোরে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ইয়াসিন ভারতের একটি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

ইয়াসিন পৌর এলাকার বাউরখুমা গ্রামের মিজান মিয়ার ছেলে। এলাকাবাসী জানিয়েছেন, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদ ইয়াসিন বিলোনিয়ার ভারত সীমান্তসংলগ্ন কাঁটাতারের পাশে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। এ সময় তাঁকে ব্যাপক মারধর করেন তাঁরা। পরে বিএসএফ আহত ইয়াসিনকে ত্রিপুরার বিলোনিয়া পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ প্রথমে তাঁকে বিলোনিয়া হাসপাতালে এবং পরে শান্তিনগর সরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

এ ঘটনা প্রসঙ্গে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মোহাম্মদ ইয়াসিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানকার নাগরিকেরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিজিবি ৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম বলেন, বিষয়টি তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে কথা বলা হবে এবং ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।

এই ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার গণমাধ্যম জাগরণ ত্রিপুরার খবরে বলা হয়েছে, কাঁটাতার ডিঙিয়ে ইয়াসিন বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বিলোনিয়ায় প্রবেশ করে। তিনি চোরাইপথে পেঁয়াজ ও রসুনের ব্যবসা করেন।

সীমান্তে বাংলাদেশিদের প্রতিবাদ

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার জেরে গতকাল ফেনী থেকে বাসযোগে বিলোনিয়া সীমান্তে গিয়ে ভারতের আগ্রাসনের প্রতিবাদ জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্ত এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সীমান্তের নিরাপত্তা জোরদার করে বিজিবি।

এদিকে ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, পানিবণ্টনসহ সকল রাজনৈতিক সংকট ন্যায্য এবং অধিকারের ভিত্তিতে সমাধানের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আগরতলায়, যেটা ঘটেছে এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারে পড়ে? একটা দেশে আরেকটা দেশের যে দূতাবাস থাকে সেটিকে রক্ষার ১০০ শতাংশ দায়িত্ব সরকারের। তারা (ভারত) ফেল করেছে। তিনি অনতিবিলম্বে আগরতলার ঘটনার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা।

আখাউড়া বন্দরের কার্যক্রম স্বাভাবিক

স্বাভাবিক হতে শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। গতকাল সকালে মাছ ও অন্যান্য পণ্যবাহী ২৪টি ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দরে প্রবেশ করেছে। আখাউড়া ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারও ছিল স্বাভাবিক। তবে, অন্যান্য সময়ের চেয়ে যাত্রী পারাপার ছিল খুবই কম। আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বেলা ২টা পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ৬৯ জন পর্যটক ভারতে গেছে। এর মধ্যে ৪৭ জন ভারতীয় এবং বাংলাদেশি ২২ জন। একই সময় আগরতলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫১ জন।

অপর দিকে ১৩টি ট্রাকে করে ১২০ টন মাছ ভারতে রপ্তানি হয়েছে। এ ছাড়া, মশারি, সিমেন্ট ও অন্যান্য পণ্যের ১১ ট্রাক ভারতে গেছে।

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, পরশুরাম (ফেনী) প্রতিনিধি]

নতুন রাজনৈতিক শক্তির জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, পদত্যাগের পর নাহিদ

পদত্যাগপত্রে যা লিখলেন নাহিদ ইসলাম

৯ দপ্তরে নতুন সচিব

সন্ত্রাসীদের থানাভিত্তিক হালনাগাদ তালিকা হচ্ছে

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

চাকরিতে ফেরার সুযোগ পেলেন ৮২ নির্বাচন কর্মকর্তা

যমুনায় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক চলছে

সতর্ক করে দিচ্ছি, নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

সারা দেশে র‍্যাবের ২১৮ টহল দল, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি

পিলখানা নির্মমতার সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা