সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৯: ০৮

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা কামাল। 
 
তিনি জানান, কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ শনিবার কাফরুল থানায় দায়ের করা এক শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডের আবেদনও করা হবে। 

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুর ও পল্লবী থানায় কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি হত্যা মামলার আসামি কামাল মজুমদার।

ভুল হলে নিউজ না করে আমাদের জানান, ঠিক করে নেব: সাংবাদিকদেরকে সিইসি

ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি

দ্বৈত নাগরিক মন্ত্রী-এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নতুন ১০ সৌরবিদ্যুৎ প্রকল্পেও আ. লীগের সুবিধাপ্রাপ্তরা এগিয়ে