Ajker Patrika
হোম > জাতীয়

করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনায় মৃত্যু ৩, শনাক্ত ২০৫

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৮ জনে। গতকাল শুক্রবার করোনায় দুইজন মারা যান।

এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। গতকাল ছিলেন ১৫৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনে। 

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন। 

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। 

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। এই সময়ে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

সংস্কার হবে অধ্যাদেশে, পরে সংবিধান সংশোধন

ভাতাভোগী বাড়ছে আরও পাঁচ লাখ

সাবেক চিফ হুইপ নূর-ই-আলমের বিরুদ্ধে দুদকের মামলা

কালো কোট পরতে হবে না আইনজীবী-বিচারকদের

কক্সবাজারের রোহিঙ্গাদের জন্য ১০০ কোটি ডলার সাহায্য চাইল জাতিসংঘ

আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

কড়াইল বস্তিতে পাওনা টাকার দ্বন্দ্বে গৃহবধূকে পেটে লাথি মেরে হত্যা

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা নিশ্চয়ই ষড়যন্ত্র: তারেক রহমান

অবৈধ অভিবাসন রোধকল্পে বাংলাদেশ-অস্ট্রেলিয়া এসওপি সই