Ajker Patrika

কড়াইল বস্তিতে পাওনা টাকার দ্বন্দ্বে গৃহবধূকে পেটে লাথি মেরে হত্যা

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। তাঁরা বনানী কড়াইল বস্তিতে টিনশেড বাসায় থাকেন। অপর ভাড়াটে সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছেন না। আজ দুপুরে ভাড়াটে সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তাঁর স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান তাঁর স্ত্রীর পেটে লাথি মারেন। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তাঁর স্ত্রী মনি খাতুনকে মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়েন।

আনিছ মিয়া আরও জানান, খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ভাড়াটের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাঁদের দুই সন্তান থানায় আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত