Ajker Patrika
হোম > জাতীয়

কৃষিপণ্যে দামে কারসাজি: অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষিপণ্যে দামে কারসাজি: অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যে কারসাজি করে মূল্য বাড়ানোর ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। বাণিজ্যসচিবকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। 

সেই সঙ্গে কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪ (ছ) ধারা অনুসারে সরকারি ব্যবস্থাপনায় কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার কাঠামো তৈরিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, অর্থসচিব, কৃষিসচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং টিসিবির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নভোথিয়েটার থেকে বাদ দেওয়া হলো বঙ্গবন্ধুর নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক বাতিল