Ajker Patrika
হোম > রাজনীতি

আজ ঢাকার কলাবাগান মাঠে আওয়ামী লীগের জনসভা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ ঢাকার কলাবাগান মাঠে আওয়ামী লীগের জনসভা 

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সোমবার রাজধানীতে নির্বাচনী জনসভা করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে কলাবাগান মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বেলা ৩টা থেকে শুরু হওয়া এ জনসভায় শেখ হাসিনা ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতা এবং এমপি প্রার্থীরা বক্তব্য দেবেন। 

সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছেন ঢাকার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা। বেলা ১টার পর থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। 

জনসভা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একাধিক যৌথ সভা করেছে। যেখানে সর্বোচ্চসংখ্যক উপস্থিতি এবং জনসভাকে নির্বাচনী জাঁকজমকে তুলে ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে ঢাকায় নির্বাচনী জনসভা করতে রিটার্নিং কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ। ২০ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করতে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামীকাল মঙ্গলবার ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ দিন জেলা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য দেবেন তিনি। এরপর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বেলা আড়াইটা থেকে জেলার এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার।

ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না: জনতার দল

তিন নম্বর সারির লোক বসে থাকে এক নম্বরে: কর্নেল অলি

সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে এল নতুন রাজনৈতিক দল

এলডিপির মতামত কাউকে দেখাবেন না, আলী রীয়াজকে অলি আহমদ

ধর্ষণের আসামিরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে রাজপথে অবস্থান নেবে এনসিপি, পটুয়াখালীতে নাহিদ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এলডিপি

ঐকমত্য কমিশনে ২৩ মার্চ মতামত দেবে বিএনপি

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবসহ জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিল জামায়াত

নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না: নাহিদ

সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির ‘সংস্কার কমিটি’ গঠন