Ajker Patrika

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এলডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৫: ২৯
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে এ বৈঠক শুরু হয়।

সংলাপে অংশ নিতে বেলা আড়াইটার দিকে সংসদ ভবন এলাকায় আসেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব) অলি আহমেদের নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি দল। এ দলে রয়েছ দলটির মহাসচিব রেদোয়ান আহমদ।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ ছাড়া উপস্থিত আছেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত আছেন।

রাষ্ট্র সংস্কারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি প্রশ্নের স্প্রেডশিট পাঠায় ৩৮টি দলের কাছে। এখন পর্যন্ত জামায়াত, এলডিপিসহ ১৬টি দল তাদের মতামত দিয়েছে। যা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে এলডিপির সঙ্গে সংলাপে বসেছে কমিশন।

সূত্রে জানা গেছে, এলডিপি ৭০টি প্রশ্নে একমত বলে মতামত দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত