হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে চরম বিপদে ফেলে গেলেন কারস্টেন

  ক্রীড়া ডেস্ক 

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ গ্যারি কারস্টেন ছয় মাসের মাথায় চাকরি ছাড়লেন। ছবি: এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পাকিস্তান দলটা প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের ক্রিকেটের নতুন অধিনায়ক গতকাল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজ যখন আসি আসি করছে, সেই মুহূর্তে পাকিস্তান দলকে ঝামেলায় ফেলে দিলেন গ্যারি কারস্টেন।

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচের পদ থেকে আজ পদত্যাগ করলেন কারস্টেন। প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি এই ব্যাপারে। তবে ধারণা করা হচ্ছে বোর্ডের কিছু কাজে তিনি অসন্তুষ্ট ছিলেন। ক্রিকইনফো জানতে পেরেছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

বোর্ডের এই কাজের সময় থাকতে চেয়েছিলেন কারস্টেন। তবে সে সময় তিনি পাকিস্তানে ছিলেন না। এমন পরিস্থিতিতে গতকাল এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে। সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় আগা সালমানের নাম।

বিদেশের লিগে লিটন-নাহিদ রানাদের খেলা উচিত:শান্ত

নেমেই রোমাঞ্চিত হামজা বললেন, ভারতের সঙ্গে জিতব

বার্সার রূপকথার রাতটা আর্জেন্টাইনদের

যাঁকে নিয়ে তুমুল আগ্রহ, সেই হামজা এখন বাংলাদেশে

হামজাকে বরণ করতে বিমানবন্দরে ভক্তদের ভিড়

কেউ আমার বল সহজে খেলবে, মানতে পারি না

স্বপ্নকে সঙ্গী করে হামজা আসছেন আজ

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

ইংল্যান্ডের যে লিগ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও

‘লিটনের থেকে অনেক কিছু শিখছে তামিম’