হোম > খেলা > ক্রিকেট

নিজের অভিনীত সিনেমার নাম জানালেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক    

সিনেমায় অভিনয় করেছেন ওয়ার্নার। ছবি: এক্স

বলাবলি হচ্ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত ঠিকই ভারতীয় সিনেমায় নাম লেখালেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ জানালেন তিনি।

ওয়ার্নার লিখেন,   ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি। বিশ্বব্যাপী মুক্তি পাবে ২৮ মার্চ।’

তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটির নাম রাখা হয়েছে রবিনহুড। ওয়ার্নার অবশ্য ছোট একটি ভূমিকায় অভিনয় করেছেন। নায়ক ও নায়িকা হিসেবে আছেন নীতিন ও শ্রীলীলা। সিনেমাটি প্রযোজনা করেছেন রবি শঙ্কর ও পরিচালনায় ছিলেন ভেঙ্কি কুদুমুলার।

Indian Cinema, here I come 😎

Excited to be a part of #Robinhood. Thoroughly enjoyed shooting for this one.

GRAND RELEASE WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash @MythriOfficial @SonyMusicSouth pic.twitter.com/eLFY8g0Trs

— David Warner (@davidwarner31) March 15, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

ওয়ার্নার তেলেগু সিনেমার ভক্ত অনেক আগে থেকেই। করোনা মহামারির সময় তেলেগু গান নিয়ে বানানো তার বেশ কয়েকটি রিলস জনপ্রিয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া তেলেগু ভাষার রাজ্য হায়দরাবাদের হয়ে লম্বা সময় আইপিএলে খেলেন তিনি। শুধু তা-ই নয়, তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে আইপিএলের শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে ৭ মৌসমে ৯৫ ম্যাচ খেলেন ওয়ার্নার। এবার অবশ্য আইপিএলে দল পাননি তিনি।

গত বছর পাকিস্তানের বিপক্ষে নিউ ইয়ার টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ওয়ার্নার। তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার হয়ে ১৮ হাজার ৯৯৫ রান করেন বাঁহাতি এই ওপেনার। অবসর নেওয়া পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন তিনি।

হামজাকে বরণ করতে বিমানবন্দরে ভক্তদের ভিড়

কেউ আমার বল সহজে খেলবে, মানতে পারি না

স্বপ্নকে সঙ্গী করে হামজা আসছেন আজ

ভারতীয় বোর্ডের এমন নিয়মের কারণে হতাশ কোহলি

ইংল্যান্ডের যে লিগ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও

‘লিটনের থেকে অনেক কিছু শিখছে তামিম’

ফুটবলার হামজাকে বরণ করতে কী কী আয়োজন হচ্ছে হবিগঞ্জে

নিজের দলের ভরাডুবি হলেও তামিমের খেলা চমৎকার লেগেছে শাকিবের

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

গোল হজম না করে বাংলাদেশকে হারাতে চায় ভারত