Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ ব্রাজিল দলে

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ ব্রাজিল দলে
আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন আলিসন বেকার। ছবি: এএফপি

আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী বিপক্ষে নামার আগে বড় দুঃসংবাদ পেল তারা। কলম্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন গোলরক্ষক আলিসন বেকার। আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন লিভারপুলের এই তারকা গোলরক্ষক। তাঁর জায়গায় নেওয়া হয়েছে ওয়েভের্তনকে।

গোলরক্ষক ঠাড়াও স্কোয়াডে আরও দুই পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে। ম্যাচে দলে এসেছেন মিডফিল্ডার জোয়াও গোমেজ, এদেরসন ও ডিফেন্ডার বেরালদোও। কলম্বিয়ার বিপক্ষে গত ম‍্যাচে আলিসনের সঙ্গে চোটে ছিটকে গেছেন জেহসন। একাধিক কার্ডের জন্য খেলতে পারছেন না গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে বলের দখল নিতে গিয়ে মাথায় আঘাত পান অ্যালিসন ও দেভিনসন সানচেজ। কিছুটা সময় মাঠে শুয়ে থেকে শুশ্রূষা নেন দুজনই। তবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি কারও পক্ষে। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার সানচেজ। হেঁটে মাঠ থেকে বের হওয়া ব্রাজিল গোলরক্ষক আলিসনের জায়গায় সুযোগ পান বেন্তো।

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। আগের দিন কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। আজ আবার তিনে নেমে গেল তারা। ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে উরুগুয়ে। ২৬ মার্চ বাংলাদেশ সময় সকালে বুয়েন্স আইরেসে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ‘দেখে নেওয়ার হুমকি’ পাকিস্তানের

আর্জেন্টিনার কাছে ভরাডুবির পর ব্রাজিল কোচের চাকরি নিয়ে টানাটানি

‘ভারতের গ্যালারিতেও হামজা-হামজা স্লোগান উঠেছিল’

যে স্টেডিয়ামকে ৫ বছরের জন্য ‘নিজেদের সম্পত্তি’ বানাল আফগানিস্তান

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল হামজার ক্লাব

ম্যাচের মাঝে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলারদের কী নিয়ে লেগেছিল

মিথ্যা সাক্ষ্য দিয়ে গ্রেপ্তার ম্যারাডোনার সাবেক দেহরক্ষী

পাকিস্তানকে দুমড়েমুচড়ে নিউজিল্যান্ডের নতুন রেকর্ড

বাংলাদেশের দুই কঠিন প্রতিপক্ষ