Ajker Patrika

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাল হামজার ক্লাব

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৭: ৪৫
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে লেস্টার সিটি। ছবি: ফেসবুক
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে লেস্টার সিটি। ছবি: ফেসবুক

দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।

বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩৩ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ক্লাব লেস্টার সিটি বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে। সেই ছবির ওপর লেখা, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে শুভ স্বাধীনতা দিবস।’ ফটোকার্ডে লেস্টারের লোগো বসানো হয়েছে। ছবি পোস্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ ক্যাপশনের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি।

বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ৫৪তম স্বাধীনতা দিবস। আজই বাংলাদেশ সময় সকালে হয়েছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালেও তিনি বলেছেন, ‘যে অসাধারণ সমর্থন ও বার্তা দিয়েছেন, সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয়ের অংশীদার আপনারাও।’

স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। শিলংয়ে গতকাল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশেই ছিলেন তিনি। বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স—বাংলাদেশের জার্সিতে অভিষেকে তিনি সবখানেই উজ্জ্বল ছিলেন।

আরও পড়ুন:

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

ভারতকে কাঁপিয়ে বাংলাদেশের প্রাপ্তি ১ পয়েন্ট

‘আমরা জিততে পারতাম’, হামজার আক্ষেপ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত