দরজায় কড়া নাড়ছে ২০২৪ আইপিএল। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আছেন চেন্নাইয়ে। সেই চেন্নাইয়ের অধিনায়ক বদলে গেল টুর্নামেন্ট শুরুর আগের দিন।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গত আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এবারও মনে হচ্ছিল, শিরোপা রক্ষার লড়াইয়ে অধিনায়ক তিনিই থাকছেন। সেখানে শেষ মুহূর্তে এসে জানা যায়, ১৭ তম আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড।
চেন্নাই সুপার কিংস আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াডের কাধে। টাটা আইপিএল ২০২৪ শুরুর আগে এমনটা করেছেন তিনি।
রুতুরাজ চেন্নাই সুপার কিংসে আছেন ২০১৯ থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ে আইপিএলে তিনি ৫২ ম্যাচ খেলছেন। আসন্ন মৌসুমে খেলতে মুখিয়ে আছে।’
২০০৮ থেকে শুরু করে গত বছর পর্যন্ত ১৬ মৌসুমের মধ্যে চেন্নাই খেলেছে ১৪ মৌসুম। নিষিদ্ধ হওয়ায় ২০১৬,২০১৭ দুই বছর খেলতে পারেনি। ১৪ মৌসুম খেলে ১০ বার ফাইনাল খেলেছে।