হোম > খেলা > ক্রিকেট

অংশগ্রহণ ফি বাড়ছে নারী ডিপিএলে

অনলাইন ডেস্ক

মেয়েদের ডিপিএলে বাড়ছে অংশগ্রহণ ফি। ছবি: বিসিবি

নারী ক্রিকেটের একমাত্র ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী বুধবার। রাজনৈতিক পটপরিবর্তনে গতবারের তৃতীয় স্থান রূপালী ক্রীড়া পরিষদ এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯ দল নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। এবার লিগে অংশগ্রহণ ফিও বাড়ছে দলগুলোর।

এবার লিগে অংশগ্রহণ ফি ১ লাখ টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা (আগেরবারের চেয়ে ৫০ হাজার বেশি), আর রানার্সআপ দল পাবে দেড় লাখ টাকা। ঢাকার বাইরে ম্যাচ খেলতে প্রতি দলকে ১০ হাজার টাকা পরিবহন খরচ ও লাঞ্চ বাবদ ৭ হাজার টাকা দেওয়া হবে।

লিগের ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বিকেএসপি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মাঠে। এবারের লিগে অংশ নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যাণ সংঘ, বিকেএসপি, গুলশান ইয়ুথ ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমি, বাংলাদেশ আনসার ও ভিডিপি নারী দল এবং মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব (শেল্‌টেক্‌ ক্রিকেট একাডেমি)। রূপালী ক্রীড়া পরিষদ অংশ না নেওয়ায় দলটি আগামী মৌসুমে প্রথম বিভাগে নেমে যাবে।

বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা বিপিএল আয়োজন করতে পারিনি, মেয়েরা যেন অন্তত এই লিগে ভালো ক্রিকেট খেলতে পারে, সেটাই চাই। এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিযোগিতার আয়োজন করছি। মান বজায় রেখে দ্রুতই লিগ শেষ করতে চাই। এরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে। গরমের আগেই লিগ শেষ করার পরিকল্পনা আছে।’

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

গুরুতর অপরাধে রোনালদোসহ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটারকে জরিমানা

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

আইপিএলে ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী সেঞ্চুরি দেখে তাজ্জব তাঁরা

রেকর্ড জয়ে শুরু করা বাংলাদেশের প্রতিপক্ষ আজ আয়ারল্যান্ড

আম্পায়ারের সঙ্গে তর্ক করে নিষিদ্ধ হৃদয়, জরিমানা গুনলেন ইবাদত

৯ বছর পর আবাহনীকে হারাল মোহামেডান

ভারতীয় ক্রিকেটে যেভাবে বিষাক্ত সংস্কৃতির জন্ম দিচ্ছে আইপিএল

সিঙ্গাপুর থেকে ফিরেই মাঠে এলেন তামিম

‘ইংরেজি বলতে পারি না, আমি ১ শতাংশও লজ্জিত নই’