হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সফরের ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ডারউইনে

ক্রীড়া ডেস্ক    

ডারউইনের এই মারারা ওভালে প্রথম টেস্ট ও ওয়ানডের সাক্ষী ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেট ভেন্যু ডারউইনের নামটা শুনলেই বাংলাদেশ দলের কথা এসে যায়! ২০০৩ সালে অস্ট্রেলিয়ার নতুন টেস্ট ভেন্যু হিসেবে ডারউইনের মারারা ওভালের যাত্রা শুরুর সাক্ষী বাংলাদেশ। ভেন্যুর প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

শুধু টেস্ট নয়, এই ভেন্যুতে প্রথম ওয়ানডেও খেলেছে বাংলাদেশ। সেই দিনটি ছিল ২০০৩ সালের ৬ আগস্ট। এই ভেন্যুতে হওয়া সবশেষ ওয়ানডেটিও খেলেছে বাংলাদেশ। ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ওয়ানডে খেলার পর এই ভেন্যুতে আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সেই ম্যাচের পর পেরিয়ে গেছে ১৭ বছর। লম্বা এই বিরতি দিয়ে ডারউইনে আবার ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে এই ভেন্যুতেই শুরু হবে অস্ট্রেলিয়ার এবারের ক্রিকেট মৌসুম।

কিছুদিন আগেই জানা গিয়েছিল ডারউইনে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ তা নিশ্চিত করেছে, প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট মৌসুমের সূচিও। ঘিঞ্জি সূচির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ডারউইনের পাশাপাশি বেছে নেওয়া হয়েছে কেয়ার্নস ও ম্যাকাইকে। এই তিন ভেন্যুর কোনোটিতেই অস্ট্রেলীয় ক্রিকেট মৌসুমের কোনো নিয়মিত আয়োজনই সাধারণত হয় না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ১০ ও ১২ আগস্ট হবে ডারউইনে। ১৬ আগস্ট শেষ টি-টোয়েন্টি হবে কেয়ার্নসে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও হবে এখানে, ১৯ আগস্ট। পরের দুটি ওয়ানডে ম্যাকাইতে হবে ২২ ও ২৪ আগস্ট।

অলিম্পিকে ৬ দলের ক্রিকেট, বাংলাদেশের কী হবে

ডিপিএলেই রেকর্ড বোলিং শরীফুলের, সোহানের সেঞ্চুরির আক্ষেপ

আইপিএলে আবারও রাজস্থানের অপরাধ, ভারতীয় ক্রিকেটারকে জরিমানা

রেকর্ড জয়েই বিশ্বকাপ বাছাই শুরু জ্যোতিদের

অভিনব কায়দায় ফিক্সিং অনুসন্ধান করছেন বিসিবির কর্মকর্তারা

জ্যোতির সেঞ্চুরিতে নিজেদের রেকর্ডই ভেঙে দিল বাংলাদেশ

ইংল্যান্ডের ক্রিকেটারের ৯ কোটি টাকার আইপিএল প্রত্যাখ্যানের কাহিনি তাহলে এটাই

কিউরেটরের মায়ের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাল থাইল্যান্ড

‘তাদের দিয়ে কি দেশের প্রতিনিধিত্ব হয়? লজ্জা!’