ক্রীড়া ডেস্ক
রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
রেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
রানের ব্যবধানে এটিও সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশ নারী দলের। আগের বড় জয়টি ছিল ১৫৪ রানের, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে।
দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের নিয়ন্ত্রিত স্পিনের সামনে থাইল্যান্ডের কোনো ব্যাটারই তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়ে চানিদা সুথিরুয়াং ও নাচায়া বোচাথামের ৩৮ রানের জুটির পর একের পর এক উইকেট হারিয়েছে তারা। সুথিরুয়াংয়ের ২২ রান থাইল্যান্ডের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় ইনিংস সর্বোচ্চ ২২ রান আসে বোচাথামের ব্যাটে।
সুথিরুয়াংকে বিদায় করে ওপেনিং জুটি ভাঙেন ফাহিম খাতুন। সেই যে উইকেটের মুখ খুলল, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট নিয়েছেন বাংলাদেশ বোলাররা। তাতে ২৮.৫ ওভারে ৯৩ রানেই অলআউট হয়ে যায় থাই মেয়েরা। জান্নাতুল ফেরদৌস ৭ রানে ৫ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের নজির গড়েছেন। অবশ্য নারী ওয়ানডেতে এটাই বাংলাদেশের সেরা বোলিং নয়, সেরা বোলিং খাদিজা তুল কুবরার—৬/২০। জান্নাতুল ছাড়াও ৫ উইকেট নিয়েছেন ফাহিমা; রান দিয়েছেন ২১।
এক ইনিংসে একই দলের দুই বোলারের ৫ উইকেট পাওয়ার ঘটনা মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম। ছেলেদের ওয়ানডেতেও এমনটা ঘটেছে একবারই। ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার গ্যারি কোজিয়ার ও গ্রেগ চ্যাপেল।
এর আগে বাংলাদেশের ইনিংসটি ছিল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার ব্যাটিং প্রদর্শনী। শারমিন ৯৪ রান করে অপরাজিত থাকলেও সেঞ্চুরি পেয়েছেন জ্যোতি। ৮০ বলে খেলেছেন ১০১ রানের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় ১৫ রানে ইশমা তানজিমকে হারালেও দ্বিতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে শারমিন ১০৪ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৫৩ রানে ফারজানা আউট হয়ে গেলেও তৃতীয় উইকেটে আবার শারমিনকে নিয়ে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। মেয়েদের ওয়ানডে এটাই যে কোনো উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ।
৭৮ বলে সেঞ্চুরি করেন জ্যোতি, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এটি। বাংলাদেশ ৩ উইকেটে তোলে ২৭১ রান। এটিও বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
কালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৫ মিনিট আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগেসকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২ ঘণ্টা আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
২ ঘণ্টা আগে