গতকাল কানপুর টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশন বৃষ্টিতে ভেসে গেছে। আজও সকাল থেকে বিরামহীনভাবে ঝরছে। কখন থামবে বেরসিক বৃষ্টি, তার ঠিক নেই। সকালে একমুহূর্তের জন্য উইকেটের কভার সরিয়ে নেওয়ার সুযোগ হয়নি তাই। গতকাল থেকে কভারে ঢাকা কানপুরের দ্বিতীয় টেস্ট ম্যাচের কালো মাটির উইকেট। বাংলাদেশ-ভারত দুই দলই মাঠে এসেছে। তবে ওয়ার্ম-আপের সুযোগ হয়নি কোনো দলেরই। নিজ নিজ ড্রেসিংরুমে অলস সময় পার করছে। বৃষ্টি না থামায় মাঠের জমে থাকা পানি নিষ্কাশনের জন্য সুপারসোপারও অলস পড়ে রয়েছে।
গতকালের মতো আজ বৃষ্টির মধ্যে ভারতীয় সমর্থকদের স্টেডিয়ামমুখী ঢল চোখে পড়েছে। রাস্তার মোড়ে মোড়ে জটলা বেঁধে কেউ অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন খেলা দেখার প্রয়াসে। যদিও বেরসিক বৃষ্টির কারণে আজ ম্যাচের দৈর্ঘ্য কতটুকু হয়, তা এখন সবাই ভাবছে। সকালে একদফা ম্যাচ অফিশিয়ালরা মাঠ পরিদর্শন করেছেন। তবে তাঁদের মাঠ ত্যাগের পর আবারও বৃষ্টি ঝরেছে। এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাঠের ব্রডকাস্ট দলের সদস্যরা অলস সময় পার করছেন। তাঁদের ক্যামেরাগুলো কাভারে ঢাকা রয়েছে এখন পর্যন্ত।
এদিকে ভারতের অনেক ভেন্যুতে আধুনিক ড্রেনেজ সিস্টেম রয়েছে।। সেই অর্থে খুব ভালো ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা নেই কানপুরের এই গ্রিন পার্ক স্টেডিয়ামে। তাহলে কেনই বা এই মাঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজের জন্য ভেন্যু হিসেবে বেছে নিল? খোদ প্রেসবক্সে বসা সংবাদকর্মীরা পর্যন্ত বিরক্ত প্রকাশ করছেন এই ভেন্যুতে খেলার আয়োজন নিয়ে, যেখানে বৃষ্টি হলেই ম্যাচের বেশির ভাগ সময় নষ্ট হয়ে যায়।