ক্রীড়া ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
২০২৩-২৪ মৌসুম কাঁপানো রিয়াল মাদ্রিদ এবার নেমেছে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে। টুর্নামেন্টে দলটি ভালোও খেলছে। তবে লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর গত রাতে হার দেখল দলটি। বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচে শুরুর একাদশে থাকা এমবাপ্পেকে ৭৫ মিনিটে উঠিয়ে নেওয়া হয়। তাঁর বদলি হিসেবে এনদ্রিককে নামান রিয়াল কোচ আনচেলত্তি।
এমবাপ্পে গত রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খুব একটা ছন্দে ছিলেন না। ম্যাচ শেষে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘তার এই সপ্তাহে একটা সমস্যা হয়েছিল (এমবাপ্পের দাঁতের সমস্যা)। খুব একটা অনুশীলনও করেনি। সেরা অবস্থায়ও ছিল না। সমস্যা এড়াতে তাকে আমি তুলে নিয়েছিলাম এবং এনদ্রিককে এনেছি। সে খুবই গতিময় এক ফুটবলার।’
ব্রাহিম দিয়াজের গোলে গত রাতে ১০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। সমতায় ফিরতে বেতিসের খুব একটা সময় লাগেনি। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির মিডফিল্ডার জনি কার্দোসো। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় বেতিস। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দলটির আরেক মিডফিল্ডার ইস্কো।
সমতায় ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের বদলি হিসেবে নামা এনদ্রিক ৭৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। এরপর ৮৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিশ্চিত শট প্রতিহত করেন বেতিস গোলরক্ষক আদ্রিয়ান। ২-১ গোলের হারে কিছুটা বেকায়দায় পড়ল আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র ও ৪ হারে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। সমান ৫৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে বার্সেলোনা। বার্সা অবশ্য ২৫ ম্যাচ খেলেছে। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে আজ রাতে তারা খেলবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
২০২৩-২৪ মৌসুম কাঁপানো রিয়াল মাদ্রিদ এবার নেমেছে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে। টুর্নামেন্টে দলটি ভালোও খেলছে। তবে লা লিগায় টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর গত রাতে হার দেখল দলটি। বেনিতো ভিল্লামারিন স্টেডিয়ামে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচে শুরুর একাদশে থাকা এমবাপ্পেকে ৭৫ মিনিটে উঠিয়ে নেওয়া হয়। তাঁর বদলি হিসেবে এনদ্রিককে নামান রিয়াল কোচ আনচেলত্তি।
এমবাপ্পে গত রাতে রিয়াল বেতিসের বিপক্ষে খুব একটা ছন্দে ছিলেন না। ম্যাচ শেষে এমবাপ্পেকে পুরো ৯০ মিনিট না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘তার এই সপ্তাহে একটা সমস্যা হয়েছিল (এমবাপ্পের দাঁতের সমস্যা)। খুব একটা অনুশীলনও করেনি। সেরা অবস্থায়ও ছিল না। সমস্যা এড়াতে তাকে আমি তুলে নিয়েছিলাম এবং এনদ্রিককে এনেছি। সে খুবই গতিময় এক ফুটবলার।’
ব্রাহিম দিয়াজের গোলে গত রাতে ১০ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। সমতায় ফিরতে বেতিসের খুব একটা সময় লাগেনি। ৩৪ মিনিটে সমতাসূচক গোল করেন দলটির মিডফিল্ডার জনি কার্দোসো। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই এগিয়ে যায় বেতিস। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দলটির আরেক মিডফিল্ডার ইস্কো।
সমতায় ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেগুলো কাজে লাগাতে পারেনি। এমবাপ্পের বদলি হিসেবে নামা এনদ্রিক ৭৯ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন। এরপর ৮৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিশ্চিত শট প্রতিহত করেন বেতিস গোলরক্ষক আদ্রিয়ান। ২-১ গোলের হারে কিছুটা বেকায়দায় পড়ল আনচেলত্তির দল। ২৬ ম্যাচে ১৬ জয়, ৬ ড্র ও ৪ হারে ৫৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। সমান ৫৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে বার্সেলোনা। বার্সা অবশ্য ২৫ ম্যাচ খেলেছে। অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে আজ রাতে তারা খেলবে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।
হারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১২ মিনিট আগেমুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
১ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৩ ঘণ্টা আগেম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ এবং অসদাচরণের দায়ে শাস্তির মুখে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ও পেসার ইবাদত হোসেন। ঘটনাটি ঘটেছে আজ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও মোহামেডান ম্যাচে। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এবাদত।
১৪ ঘণ্টা আগে