Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

২০২২ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক আমিরাতের লেগ স্পিনারের

ক্রীড়া ডেস্ক

২০২২ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক আমিরাতের লেগ স্পিনারের

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মেইয়াপ্পান। গিলংয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন মেইয়াপ্পান। 

শ্রীলঙ্কার ইনিংসের ১৫ তম ওভার করতে আসেন মেইয়াপ্পান। এই ওভারের চতুর্থ বল থেকেই ভেলকি দেখানো শুরু করেন আমিরাতের এই লেগস্পিনার। ভানুকা রাজাপাকশেকে ডিপ কাভারে কাশিফ দাউদের ক্যাচে পরিণত করেন মেইয়াপ্পান। পরের বলে চারিথ আসালাঙ্কাকে কট বিহাইন্ড বানান মেইয়াপ্পান। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে ইতিহাস গড়লেন মেইয়াপ্পান। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন আমিরাতের এই লেগস্পিনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন লি। বিশ্বকাপে এরপর দ্বিতীয় হ্যাটট্রিক এসেছে ১৪ বছর পর। ২০২১ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আয়ারল্যান্ডের কার্টিস কাম্ফার। কাম্ফার শুধু হ্যাটট্রিক-ই নয়, করেছিলেন ‘ডাবল হ্যাটট্রিক’। কাম্ফার ছাড়াও গত বিশ্বকাপে আরো দুই বোলার হ্যাটট্রিক করেছিলেন।

তারা হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর আজ হ্যাটট্রিক করলেন মেইয়াপ্পান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের হ্যাটট্রিক: 
১। ব্রেট লি (অস্ট্রেলিয়া) : প্রতিপক্ষ: বাংলাদেশ; ভেন্যু: কেপটাউন, দক্ষিণ আফ্রিকা; ১৬ সেপ্টেম্বর, ২০০৭ 
২। কার্টিস কাম্ফার (আয়ারল্যান্ড) : প্রতিপক্ষ: নেদারল্যান্ডস; ভেন্যু: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত; ১৮ অক্টোবর, ২০২১ 
৩। ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) : প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৩০ অক্টোবর, ২০২১ 
৪। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) : প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: শারজাহ, সংযুক্ত আরব আমিরাত; ৬ নভেম্বর, ২০২১ 
৫। কার্তিক মেইয়াপ্পান (সংযুক্ত আরব আমিরাত) : প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: গিলং, অস্ট্রেলিয়া; ১৮ অক্টোবর, ২০২২

আইপিএল খেলার সুযোগ দেখছেন সাবেক পাকিস্তানি পেসার

কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, যা বলছেন বিসিবি সভাপতি

পাপনের মতো ‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ডকাপে’ বিশ্বাসী নন বর্তমান বিসিবি সভাপতি

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন

ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে জড়াল পাকিস্তান

বরুণকে আটকানোর কৌশল খুঁজছে নিউজিল্যান্ড

রোববারের ফাইনালে ভারতের হারই বেশি

বাবরের বাবাকে এবার একহাত নিলেন পাকিস্তানি ক্রিকেটার