Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

শেষ চারের দৌড়ে চার দলের জমাট লড়াই

অনলাইন ডেস্ক

শেষ চারের দৌড়ে চার দলের জমাট লড়াই
বিপিএলের শেষ চারের দৌড়ে চার দলের জমাট লড়াই। ছবি: সৌজন্য

বিপিএল ফিরছে ঢাকায়। সিলেট, চট্টগ্রাম পর্ব শেষে আগামীকাল থেকে আবার মিরপুরে শুরু হচ্ছে বিপিএল। কারা যাচ্ছে শেষ চারে—এমন একটা কৌতূহল নিয়েই শুরু হচ্ছে বিপিএলের শেষ ঢাকা পর্ব। যেখানে লিগ পর্বের ১০ ম্যাচ তো আছেই, থাকছে সেরা চারের লড়াইও। বিপিএলের শেষটা আয়োজনে ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা স্টেডিয়ামও সেজেছে নতুন রূপে। রঙিন হয়ে উঠেছে গ্রাফিতির ছোঁয়ায়। আর সেই গ্রাফিতি ধারণ করে আছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের চেতনা।

তো শেষ চারে উঠতে যাচ্ছে কোন কোন দল? ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্স এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। যদিও শেষ ম্যাচে চট্টগ্রামে তারা হেরে গেছে দুর্বার রাজশাহীর কাছে। তাদের হারিয়ে শেষ চারে থাকার লড়াইয়ে ফিরেছে রাজশাহীও। শেষ চারের বাকি তিনটি জায়গার জন্য জমে উঠেছে লড়াই।

রংপুরের হাতে এখনো তিন ম্যাচ বাকি। রাজশাহী, খুলনা ও চিটাগাং কিংসের বিপক্ষে বাকি ম্যাচগুলো জয়ের জন্য মাঠে নামবে তারা। তবে তারা যে অজেয় নয়, সেটা রাজশাহী দেখিয়ে দিয়েছে। তাই রংপুরের বিপক্ষে লড়াইয়ে রাজশাহীর সেই জয় প্রেরণা হতে পারে অন্য দলগুলোর। রংপুর রাইডার্সের পর প্লে-অফ নিশ্চিতের পথে সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল। চারটি ম্যাচ বাকি থাকায় তাদের জন্য সমীকরণ সহজ। একটি ম্যাচ জিতলেই প্লে-অফ নিশ্চিত তাদের, আর দুটি জিতলে কোয়ালিফায়ার নিশ্চিত হবে। বরিশালের বাকি চার ম্যাচের প্রতিপক্ষ সিলেট, খুলনা, ঢাকা ও চিটাগাং।

চিটাগাং কিংসের প্লে-অফে যেতে হলে জিততে হবে আরও দুই ম্যাচ। একটি জিতলেও এলিমিনেটর নিশ্চিত হতে পারে, সেক্ষেত্রে নেট রানরেট (+১.০৪৫) গুরুত্বপূর্ণ হবে। তাদের বাকি তিন প্রতিপক্ষ রংপুর, বরিশাল ও সিলেট।

খুলনা টাইগার্সকে প্লে-অফ নিশ্চিত করতে হলে শেষ তিন ম্যাচেই জিততে হবে তাদের। দুটি জিতলে তবে রাজশাহীর অন্তত একটি ম্যাচে হার কামনা করতে হবে তাদের। বাকি ম্যাচগুলোয় খুলনার প্রতিপক্ষ রংপুর, বরিশাল ও ঢাকা।

প্রায় পাঁচ বছর পর বিপিএলে ফেরা রাজশাহী প্রত্যাশা পূরণে ব্যর্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দুর্বল রাজশাহী’ নামে ট্রলের শিকার হলেও দলটি এখনো টিকে আছে। লিগ টেবিলে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকা রাজশাহীর ম্যাচ বাকি মাত্র দুটি। একটি রংপুরের বিপক্ষে, অন্যটি সিলেটের বিপক্ষে। শেষ চারে জায়গা করতে হলে এই দুই ম্যাচেই বড় ব্যবধানে জয় পেতে হবে এবং খুলনাকে অন্তত দুটি ম্যাচে হারতে হবে। তবে তাদের ঋণাত্মক নেট রানরেট (-১.৪০০) বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। শেষ ম্যাচে শীর্ষ দল রংপুরের বিপক্ষে জেতায় আত্মবিশ্বাসী দলটির ব্যাটার রায়ান বার্ল বলেন, ‘সামনের ম্যাচগুলো আমাদের জন্য বাঁচা-মরার লড়াইয়ের মতো। চেষ্টা থাকবে ভালো খেলে প্লে-অফে যাওয়ার।’

ঢাকা ক্যাপিটালসের প্লে-অফের স্বপ্ন অনেকটাই ফিকে। শেষ দুই ম্যাচে বরিশাল ও খুলনার বিপক্ষে বড় জয় পেতে হবে এবং খুলনা-রাজশাহীর পয়েন্ট যেন ১০-এর বেশি না হয়, সেই প্রার্থনা করতে হবে। আর সিলেট স্ট্রাইকার্সের জন্য প্লে-অফে ওঠা এখন অলৌকিক কিছুর অপেক্ষা। লিগ পর্বের বাকি তিন ম্যাচে বড় জয় পেয়ে নিজেদের পয়েন্ট ১০ করতে হবে, তবে অন্য দলগুলোর ফল তাদের বিপক্ষে গেলে বিদায় নিশ্চিত।

বিপিএলের পয়েন্ট টেবিল

ম্যাচ জয় হার পয়েন্ট

রংপুর রাইডার্স ৯ ৮ ১ ১৬

ফরচুন বরিশাল ৮ ৬ ২ ১২

চিটাগং কিংস ৯ ৫ ৪ ১০

খুলনা টাইগার্স ৯ ৪ ৫ ৮

দুর্বার রাজশাহী ১০ ৪ ৬ ৮

ঢাকা ক্যাপিটালস ১০ ৩ ৭ ৬

সিলেট স্ট্রাইকার্স ৯ ২ ৭ ৪

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম