Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আলিস ‘পাস’, বাদ দিচ্ছেন একটা ডেলিভারি

অনলাইন ডেস্ক

আলিস ‘পাস’, বাদ দিচ্ছেন একটা ডেলিভারি
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস আল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বিপিএল চট্টগ্রাম পর্বে চিটাগং কিংসের রহস্যময় স্পিনার আলিস ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অন-ফিল্ড আম্পায়াররা। এই বিষয়টি স্পষ্ট করতে আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে।

সকালেই মিরপুরের একাডেমি মাঠে হাজির হন আলিস। পরীক্ষার আগে নেট সেশনে কিছু সময় বোলিং অনুশীলন করেন। এ সময় তিনি বলেন, ‘আমার অফ স্পিনের ক্রস সিম ডেলিভারিটা নিয়ে প্রশ্ন উঠেছে। নাসির উদ্দিন নাসু ভাইয়ের (বোলিং অ্যাকশন রিভিউ কমিটির ম্যানেজার) সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এ নিয়ে আমি নিজেও কিছুদিন কাজ করেছি। চেষ্টা করছি ওই ডেলিভারিটি না করার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার গড়তে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে পারফর্ম করেই জাতীয় দলে জায়গা নিতে হবে।’

যিনি পরীক্ষার ফল দেবেন, সেই নাসু নিজেই বিপিএলে আলিসের দল চিটাগং কিংসের টিম ডিরেক্টর। বিসিবির টেকনিক্যাল কমিটির সূত্র অনুযায়ী, আলিস যেহেতু প্রশ্নবিদ্ধ ডেলিভারিটা বাদ দিতে চাইছেন, আপাতত তিনি ‘পাস’, বিপিএলের বাকি ম্যাচগুলো খেলতে তাঁর আর বাধা নেই।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা