Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে হারাতে চান আমিরাত কোচ

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশকে হারাতে চান আমিরাত কোচ

বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ। ম্যাচের আগে বাংলাদেশকে হুমকিই দিয়ে রাখলেন আমিরাতের কোচ রবিন সিং। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে হারাতে চান তিনি। 

বিশ্বকাপের আগে সিরিজকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন রবিন। ভারতের সাবেক এই অলরাউন্ডার মনে করেন, সিরিজ শেষে নিজেদের অবস্থান বুঝতে পারবেন তাঁরা। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে নিজেদের দিনে যেকোনো দলকেই হারিয়ে দেওয়া যায়। শুধু নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস আর আস্থা রাখতে হবে। যদি এ বিষয়গুলো সঠিকভাবে করতে পারেন, সব এক জায়গায় করা সম্ভব হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দুটি আমাদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। এতে বুঝতে পারব আমরা কোথায় আছি। আমরা বাংলাদেশের বিপক্ষে শুধু খেলছি না, আমরা তাদের বিপক্ষে জিততে চাই। এই সিরিজ থেকেই জয়ের ধারা শুরু করতে চাই।’ 

শুধু কোচই নন, আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ানও বাংলাদেশকে হারাতে চান। তিনি বলেছেন, ‘আমাদের দলে বেশ কজন ম্যাচ জেতানো ক্রিকেটার আছে, যারা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারে। সবশেষ ম্যাচগুলোয় আমরা ভালো খেলেছি। এই সিরিজে ভালো করতে উন্মুখ আমরা।’ 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু আজ রাত ৮টায়। খেলা দেখা যাবে জিটিভিতে।

‘যদি কোনো দল ভারতকে হারাতে পারে, সেটা নিউজিল্যান্ডই’

ওয়ানডেতে শিরোপা-খরা ঘোচাতে চায় ভারত

ভারতকে পাল্টা চাপ দিতে প্রস্তুত নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল মানেই ভারতের হার

আইপিএল খেলার সুযোগ দেখছেন সাবেক পাকিস্তানি পেসার

কে হচ্ছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, যা বলছেন বিসিবি সভাপতি

পাপনের মতো ‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ডকাপে’ বিশ্বাসী নন বর্তমান বিসিবি সভাপতি

মুশফিককে সংবর্ধনা দিতে চায় বিসিবি

পাকিস্তান নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘একদমই ফালতু’ বললেন গিলেস্পি

ভারতকে সাফল্য এনে দিলেও কমছে রোহিত-কোহলির বেতন