বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটিং করতে নেমে রেকর্ড গড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটার সুনীল নারাইন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া লক্ষ্য তাড়ায় বিপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ চট্টগ্রামের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন নারাইন। শুরু থেকে শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের ওপর তাণ্ডব চালান তিনি। চার-ছক্কার বৃষ্টিতে মিরপুর ভাসিয়ে রেকর্ড বুকে নাম লেখান তিনি।
বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৩ বলে অর্ধশতক করেন নারাইন। ৬টা ছক্কা ও চারটি চারের মারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে বিপিএলে দ্রুততম অর্ধশতক ছিল আহমেদ শেহজাদের। পাকিস্তানি এই ক্রিকেটার ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে ১৬ বলে অর্ধশতক করেছিলেন।
বিপিএলে দ্রুততম ফিফটি
ব্যাটার দল বল তারিখ
সুনীল নারাইন কুমিল্লা ১৩ ১৬ ফেব্রুয়ারি ২০২২
আহমেদ শেহজাদ বরিশাল ১৬ ২৮ ফেব্রুয়ারি ২০১২
উইল জ্যাকস চট্টগ্রাম ১৮ ২৯ জানুয়ারি ২০২২