Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টি থেমেছে, বাংলাদেশ-ভারত খেলা শুরুর অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে 

বৃষ্টি থেমেছে, বাংলাদেশ-ভারত খেলা শুরুর অপেক্ষায়

বিরামহীন বৃষ্টি অবশেষে থামল কানপুরে। তাতে দেড় দিনের বেশি সময় পর গ্রিন পার্কের উইকেটের ওপর থেকে কাভার সরিয়ে নেওয়া হলো। আজ বৃষ্টির সম্ভাবনা ৬২ শতাংশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘলা রয়েছে। আগের দিনের মতো কোনো বল না গড়িয়ে খেলা পরিত্যক্ত হওয়ার সুযোগ নেই। মাঠ প্রস্তুতিতে কিছু সময় লাগায় বাংলাদেশ-ভারত দুই দলই কিছুটা দেরিতে মাঠে এসেছে।

কানপুরের স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচ কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। মাঠের মধ্যে তিনটি সুপারসোপার মেশিন দিয়ে মাঠের ভেতরের অবশিষ্টাংশ পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা মুরালি কার্তিক ও বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে উইকেট দেখে তথ্যচিত্র ধারণ করতে ব্যস্ত ম্যাচ সম্প্রচারের দায়িত্ব থাকা কর্মীরা। ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন। দ্বিতীয় দফায় স্থানীয় সময় দুপুর ১২টা মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।

উল্লেখ্য, কানপুর টেস্টে বেরসিক বৃষ্টিতে প্রথম ও দ্বিতীয় দিনের ছয় সেশনের প্রায় পাঁচ সেশন পুরো নষ্ট হয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। তাতে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ১০৭ রান। উইকেটে মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬* নিয়ে অপরাজিত রয়েছেন।

সবশেষ খবর আজকের খেলাও পরিত্যক্ত। তৃতীয় দিনে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। দুপুরে রোদও উঠেছে। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে  দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয় জানানো হয়। আউটফিল্ড ভেজা থাকলেও কেন ম্যাচ কর্মকর্তারা  এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি। এটা নিয়েই অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে।  

হেনরির ৫ উইকেট, কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত

লিটনের চিন্তা দূর করলেন তামিম

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকেরা

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা