Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত’

ক্রীড়া ডেস্ক

‘বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত’

টেস্টে বাংলাদেশ ১৩ ম্যাচ খেলে একবারও হারাতে পারেনি ভারতকে। সৌরভ গাঙ্গুলী গতকাল এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, এবারও বাংলাদেশ কিছুই করতে পারবে না। তবে শুবমান গিল কথা বলেছেন ভিন্ন সুরে।

যে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের কোনো জয়ই ছিল না, সেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে ক্রিকেট বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর খোদ পাকিস্তানের ক্রিকেটারসহ ভারত-ইংল্যান্ডের ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞরা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। পাকিস্তান দুর্গ জয় করে নাজমুল হোসেন শান্তরা এবার যাবেন ভারত সফরে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই টেস্ট সিরিজ শুরুর আগেই ঘুরেফিরে আলোচনায় আসছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের কথা। জিও সিনেমায় গতকাল বাংলাদেশকে নিয়ে গিল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নিতে চাই না। বাংলাদেশ গত দুই মাসে যে ক্রিকেট খেলেছে, বিশেষ করে পাকিস্তানে সত্যিই অসাধারণ।’

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন। যেখানে ধ্বংসস্তূপ থেকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে বাঁচিয়েছেন লিটন ও মিরাজ। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। যা টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথমবারের মতো ১০ উইকেট। বাংলাদেশকে টেস্টে সামলানোর টোটকা দিলেন গিল, ‘তাদের পেসার ও মিডল অর্ডার ব্যাটাররা চাপ যেভাবে সামলেছেন, সেটা খাটো করে দেখার সুযোগ নেই। আমার মতে দারুণ লড়াই হবে।’

২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে গিল চার সেঞ্চুরি করেছেন। যার দুটিই এসেছে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এ বছরের শুরুতে। দুর্দান্ত ছন্দ গিল ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় এই ব্যাটার। পাশাপাশি তাঁর ক্যারিয়ারের দুর্বল দিকের কথাও উল্লেখ করেছেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমি যখন তিন নম্বরে ব্যাটিং করেছি, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলতে পারিনি। শুরুটা ভালো করছিলাম। ২০ ও ৩০-এর ঘরে রান করতাম। তবে সেগুলো বড় স্কোরে রূপ দিতে পারতাম না। যখন ফিরেছি, জানতাম যে পারফরম্যান্স ভালো করতে হবে। সামনে এগিয়ে যেতে চাই। ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে চাই।’

হঠাৎ নিউজিল্যান্ডের অধিনায়ক পরিবর্তন

আফগানিস্তান ক্রিকেট নিষিদ্ধের চিঠি

এমন চমকে দেওয়া চ্যাম্পিয়নস ট্রফি আগে কখনো হয়নি

কোয়ার্টার ফাইনাল কি নিশ্চিত করতে পারবে বার্সেলোনা

বাংলাদেশের ক্রিকেটারদের বেতন কেন বাড়াল বিসিবি

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা