Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

‘হার্ডলাইনে’ গোয়ালিয়র, বাংলাদেশ-ভারত ম্যাচে বিক্ষোভ নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

‘হার্ডলাইনে’ গোয়ালিয়র, বাংলাদেশ-ভারত ম্যাচে বিক্ষোভ নিষিদ্ধ

টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের ক্রিকেটে এবার মুখোমুখি হওয়ার পালা বাংলাদেশ ও ভারতের। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে পরশু শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। এই ম্যাচ নিয়ে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শহরের প্রশাসন এখন কড়া সতর্ক ব্যবস্থা নিয়েছে। 

গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বিক্ষোভ মিছিল বন্ধ করেছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণার কাজও নিষিদ্ধ করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানানো হয়, প্রশাসন থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ–ভারত ম্যাচে হিন্দু মহাসভার বিক্ষোভের জেরে। পুলিশ সুপারিনটেন্ডেন্টের পরামর্শ অনুযায়ী ৭ অক্টোবর পর্যন্ত গোয়ালিয়র জেলায় বিক্ষোভসহ সকল প্রকার উসকানিমূলক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত (বিএনএসএস) আইনের ১৬৩ ধারা অনুযায়ী এ সময়ে বিক্ষোভ মিছিল করা যাবে না। এই বিএনএসএস আইন এ বছর জুলাইয়ে ব্রিটিশ আমলের ফৌজদারি আইনকে (সিআরপিসি) সংশোধন করে আনা হয়েছিল। 

বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজনে ঝামেলা সৃষ্টি করে অথবা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—সামাজিক মাধ্যমে এমন ছবি সংবলিত কোনো ব্যানার, পোস্টার, কাটআউট, পতাকা, আপত্তিকর অথবা উত্তেজনা সৃষ্টিকারী বার্তা কোনো কিছু প্রচার করা যাবে না। এ ছাড়া পাঁচজনের বেশি একত্রিত হওয়া, আতশবাজি, হাতে বহনযোগ্য আগ্নেয়াস্ত্র, ছুরি বা বর্শার মতো ধারালো অস্ত্রপাতি বহনের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেকোনো স্থাপনার ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কেরোসিন, পেট্রোল ও অ্যাসিড বহন করাও নিষিদ্ধ। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গোয়ালিয়রে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনার কাজে মোতায়েন করা হয়েছে ১৬০০ পুলিশ। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অখিল ভারত হিন্দু মহাসভা যে ‘গোয়ালিয়র বন্ধের’ ডাক দিয়েছিল, সেটা গত ২৩ সেপ্টেম্বর সাংবাদিকদের জানিয়েছিলেন সংগঠনটির সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ। অন্যান্য সংগঠনও এই ম্যাচটি বাতিলের দাবি জানিয়েছে। তাতে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ও স্থানীয় প্রশাসন নিরাপত্তার ব্যাপারটিতে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছে। দুই দলের খেলোয়াড়দের হোটেল থেকে বের হতেও নিষেধ করা হয়েছে। 

বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকার পতন হয় ৫ আগস্ট। সরকার পতন পরবর্তী ঘটনায় হিন্দুদের ওপর হামলা–নির্যাতনের অভিযোগ তুলেছে হিন্দু মহাসভা। এ কারণে গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি বাতিলের দাবিতে পরশু প্রতিবাদ সভারও আয়োজন করে ধর্মভিত্তিক সংগঠনটি। এই ম্যাচ দিয়েই মূলত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের।

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

সব ক্রিকেট বোর্ডকেই আইপিএল বর্জন করতে বলছেন পাকিস্তানি ক্রিকেটার

রিয়ালের হারের রাতে কেন তুলে নেওয়া হলো এমবাপ্পেকে

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই নতুন রেকর্ড গড়বেন কোহলি

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

আইসিসি থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা পাচ্ছে আফগানরা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে প্রোটিয়ারা

ভারতকে সুবিধা দিতে কষ্ট করতে হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

স্বপ্নভঙ্গ আফগানদের, সেমিতে প্রোটিয়ারা

ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা চান তামিম