Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

আইপিএল ফাইনালেই কি কোহলিকে ছাড়িয়ে যাবেন গিল

ক্রীড়া ডেস্ক

আইপিএল ফাইনালেই কি কোহলিকে ছাড়িয়ে যাবেন গিল

২০২৩ সালে রীতিমতো রাজত্ব করছেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল-সব খানেই রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। গিলের সামনে আজ সুযোগ রয়েছে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে খেলবে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস। 

২০২২ আইপিএলেই প্রথমবার খেলতে আসে গুজরাট টাইটান্স। এই নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে গত মৌসুম থেকে খেলেন গিল। আইপিএলের গত মৌসুমের চেয়ে এবারের আইপিএলে আরও দুর্দান্ত খেলেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ৩৬ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস দিয়ে ২০২৩ আইপিএল শুরু করেন গুজরাটের এই ওপেনার। ‘মর্নিং শোজ দ্য ডে’ এই প্রবাদের সার্থকতাই যেন প্রমাণ করছেন গিল। ১৬ ম্যাচে ৬০.৭৯ গড় ও ১৫৬.৪৩ স্ট্রাইক রেটে করেছেন ৮৫১ রান। করেছেন ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি। টুর্নামেন্টের শেষের দিকে এসে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছেন। মাঠে নামলেই সেঞ্চুরি করাকে ডালভাত বানিয়ে ফেলেছেন। তিন সেঞ্চুরির তিনটিই করেছেন নিজের সর্বশেষ চার ম্যাচে। আইপিএলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার হয়ে গেছেন তিনি। 

২০১৬ আইপিএলে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফোগিলের এই ইনিংস যেন ‘কোহলি-ভক্তদের’ মনে করিয়ে দিচ্ছে ২০১৬ আইপিএলকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে সাত বছর আগের আইপিএলে কোহলি ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক রেটে ৪ সেঞ্চুরিতে করেন ৯৭৩ রান। যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। আইপিএলে এক মৌসুমে সেঞ্চুরি সংখ্যায় যৌথভাবে সর্বোচ্চ। আজ সেঞ্চুরি করলে এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে কোহলির পাশে বসবেন গিল। আর ১২৩ রান করলে এক মৌসুমে সর্বোচ্চ রান সংখ্যায় এককভাবে শীর্ষে উঠে যাবেন গুজরাটের এই ওপেনার। 

কোহলির মতো ২০২২ আইপিএলে ৪টি সেঞ্চুরি করেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের জার্সিতে সেবার বাটলার করেন ৮৬৩ রান। আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ এই ব্যাটার।

হঠাৎ নিউজিল্যান্ডের অধিনায়ক পরিবর্তন

আফগানিস্তান ক্রিকেট নিষিদ্ধের চিঠি

এমন চমকে দেওয়া চ্যাম্পিয়নস ট্রফি আগে কখনো হয়নি

কোয়ার্টার ফাইনাল কি নিশ্চিত করতে পারবে বার্সেলোনা

বাংলাদেশের ক্রিকেটারদের বেতন কেন বাড়াল বিসিবি

অবসরের গুঞ্জন নিয়ে ভারতীয় ক্রিকেটারের রহস্যময় পোস্ট

বিসিবির সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারতের দাপট, আছে আফগানিস্তানও

এক তামিম করলেন লন্ডভন্ড, আরেক তামিম দেখলেন হার

শিরোপা জিতে পাকিস্তানকে নিয়ে ভারতীয় তারকা ক্রিকেটারের রসিকতা