সুনামি, টাইফুন, হারিকেন—কানপুরের গ্রিন পার্কে গতকাল কী হচ্ছিল, সেটা বুঝতে পারছিলেন না অনেকেই। কারণ চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটুনি দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের এমন ধ্বংসাত্মক ব্যাটিং মোটেই পছন্দ হয়নি সুনীল গাভাস্কারের।
কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টে প্রথম তিন দিন মিলে খেলা হয়েছিল ৩৫ ওভার। টানা দুই দিন নষ্ট হওয়ায় গতকাল চতুর্থ দিনে বিধ্বংসী ব্যাটিংয়ের ঝুঁকিটা নিয়েছে ভারত। রোহিত, যশস্বী জয়সওয়াল, কোহলিদের তাণ্ডবে ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করেছে ভারত। রোহিত যখন প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেন, তখন তাঁদের লিড ৫২ রানের। সরাসরি না বললেও সমালোচনা করতে গিয়ে গাভাস্কার যেন কোহলির কথাই বোঝাতে চেয়েছেন। যেখানে কোহলি এবার ৫ নম্বরে নামলেও টেস্টে সবচেয়ে বেশি ১৪৭ ইনিংস ব্যাটিং করেছেন। চতুর্থ দিনের খেলা শেষেই জিও সিনেমায় গাভাস্কার বলেন, ‘আপনি এমন এক ব্যক্তির কথা বললেন, যে টেস্টে ৪ নম্বরে ব্যাটিং করে ৯ হাজার রানের কাছাকাছি করেছে।’
বাংলাদেশের ওপর তাণ্ডব চালিয়ে গতকাল একগাদা রেকর্ড করেছে ভারত। দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই সব কটির রেকর্ড এখন ভারতের দখলে। ৫২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এখন পর্যন্ত ২৭.২ ওভারে ৪ উইকেটে ৯১ রান করেছে। টেস্টে আজ পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে মুমিনুল ও শান্তর উইকেট।